আামাকে পাল্টাইতেই হবে
আামাকে পাল্টাইতেই হবে
প্রতিনিয়ত প্রতিহিংসা ঘুরপাক করে মনের গভীরে
আসে প্রত্যাশার সংঘাত, অপ্রাপ্তির বেদনা
আজ যা চাই কাল তা ভাল লাগেনা
অন্যদের সম্মান, বিত্ত, কষ্ট দিয়ে ফেরে আমাকে
এভাবে কাটছিল আমার কাল দিনে দিনে।
কিন্তু হঠাৎ করে একদিন কি যেন মনে হলো
আমি যে না চাইতেই অনেক কিছু পেয়েছি
নিঃশব্দে নিরবে, আমাকে কে যেন সবকিছু দিয়ে দেয় প্রতিনয়ত
যা আমি কখনো ভাবিনি
এমনকি যা আমি কখনও কল্পনাও করিনি ।