এবার মালদ্বীপ
দেশের বাইরে প্রথম ব্যাংককে শুটিং করেন শাকিব খান। দেশটিতে ৩০টির বেশি ছবির শুটিং করেছেন তিনি। এরপর লন্ডন, তুরস্ক থেকে শুরু করে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর—অনেক দেশেই কাজ করেছেন ‘হিরো দ্য সুপারস্টার’। এবার যাচ্ছেন মালদ্বীপে। শুরুতে লন্ডনে শুটিং করার কথা থাকলেও শেষ মুহূর্তে ভিসা না মেলায় পরিকল্পনা বদলে যেতে হচ্ছে দ্বীপ দেশটিতে।
অনন্য মামুনের ‘নবাব এলএলবি’র কয়েকটি মারপিট দৃশ্য ও তিনটি গানের শুটিং হবে সেখানে। কাজগুলো করার জন্য অক্টোবর পর্যন্ত শাকিবের শিডিউল আছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে অক্টোবরের প্রথম সপ্তাহেই ইউনিট নিয়ে মালদ্বীপে যাবেন পরিচালক। মামুন বলেন, ‘দেশে মাত্র পাঁচ দিনের শুটিং বাকি। সব ঠিক থাকলে নির্ধারিত সময়েই শেষ করতে পারব। এরপর মালদ্বীপ। দর্শকরা নতুন লোকেশন পেতে যাচ্ছেন। আশা করছি, তাঁদের ভালো লাগবে।’