পেঁয়াজের কেজিতে কমেছে ১৫ টাকা
সরকারের নানামুখী পদক্ষেপের কারণে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম পাইকারিতে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। খুচরা বাজারে কমেছে কেজিতে ১০ টাকা।
গতকাল বুধবার যেখানে পেঁয়াজ পাইকারিতে কেজি বিক্রি হয়েছিলো ৬৫ থেকে ৭৫ টাকা, সেখানে আজ বৃহস্পতিবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। খুচরা পর্যায়ে গতকাল যে পেঁয়াজ ৮০ টাকা কেজি বিক্রি হয়েছে, আজ তা বিক্রি হচ্ছে ৭০ টাকা।সরেজমিন পরিদর্শনে খাতুনগঞ্জে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ লক্ষ্য করা গেছে।
এদিকে,বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ জরুরি ভিত্তিতে আমদানির কার্যক্রম শুরু করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই পর্যাপ্ত পেঁয়াজ দেশে পৌঁছাবে। এক মাসের মধ্যে পেঁয়াজের বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। একইসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ দেশব্যাপী স্থানীয় প্রশাসনের নেতৃত্বে বাজার অভিযান জোরদার করা হয়েছে।
পেঁয়াজের অবৈধ মজুত বা কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বাড়ানোর চেষ্টা করা হলে সরকার প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।