নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

রবিবার, ডিসেম্বর ১৫, ২০২৪

প্রিয় নায়কের ৪৯তম জন্মদিন

নিজস্ব প্রতিবেদক, যশোর ১৯ সেপ্টেম্বর,২০২০

মৃত্যুতেও হারিয়ে যাননি। চলে যাওয়ার ২৪ বছর পরও ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে একইরকম প্রাসঙ্গিক প্রয়াত অভিনেতা সালমান শাহ। ৪৯তম জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসায় উচ্চারিত স্বপ্নের নায়ক সালমান শাহ।


সালমান শাহ, ঢাকাই সিনেমার অপ্রতিরোধ্য অভিনেতা। কেবল ৩ বছর ৫ মাস ১২ দিন চলচ্চিত্র অঙ্গনে ছিলো যার পদচারণা। অল্প এ সময়েই রুপালী পর্দায় ২৭টি সিনেমায় জ্বলে উঠেছেন ধুমকেতুর মতো, আর ঝরে পড়েছেন উল্কাপিণ্ডের মতো।

শূন্যস্থান ২৪ বছরের। তবু আজো গলির চায়ের কাপের আড্ডায়, বটতলার জটলা বা তরুণী ভক্তের গুনগুন করা গানে সুখস্মৃতি হয়ে বাজেন সালমান।

ফ্যাশন, স্টাইল আর নিজস্ব অভিনয়শৈলীতে সালমান পরবর্তী হালের নায়কদের কাছেও আবেগের প্রতিশব্দ কেবলই সালমান।


সালমান শাহ, ঢাকাই সিনেমার অপ্রতিরোধ্য অভিনেতা। কেবল ৩ বছর ৫ মাস ১২ দিন চলচ্চিত্র অঙ্গনে ছিলো যার পদচারণা। অল্প এ সময়েই রুপালী পর্দায় ২৭টি সিনেমায় জ্বলে উঠেছেন ধুমকেতুর মতো, আর ঝরে পড়েছেন উল্কাপিণ্ডের মতো।

শূন্যস্থান ২৪ বছরের। তবু আজো গলির চায়ের কাপের আড্ডায়, বটতলার জটলা বা তরুণী ভক্তের গুনগুন করা গানে সুখস্মৃতি হয়ে বাজেন সালমান।

ফ্যাশন, স্টাইল আর নিজস্ব অভিনয়শৈলীতে সালমান পরবর্তী হালের নায়কদের কাছেও আবেগের প্রতিশব্দ কেবলই সালমান।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর