next part
মনে হয়, আমার প্রভু আমাকে দিচ্ছে ভরে
শুধুমাত্র আামাকে ভালোবেসে
বিনিময়ে কিছুই চায়নি আমার কাছে
সবশেষে আমি সিদ্ধান্ত নিয়েছি
আমাকে পাল্টাতেই হবে শুধুমাত্র
আমার প্রভুর জন্যে
আমার মাবুদের জন্যে
যেভাবে তিনি চান, একদম সেভাবে ।
আমি যা কিছু করি অথবা যা কিছু ভাবি
আমার সব মুহূর্তের ভালবাসা অথবা ঘৃণা
আমার যা কিছু আছে বিত্ত বা সম্মান অথবা শরীরের সবশক্তিটুকু
একমাত্র নিবেদিত হোক
তোমার জন্য
শুধুমাত্র তোমারই জন্যে।
ডা. শেখ মহিউদ্দিন
২৩ নভেম্বর ২০১৯